ভারতের সঙ্গে নতুন করে যুদ্ধের ঝুঁকি রয়েছে : পাকিস্তান

ভারতের সঙ্গে নতুন করে যুদ্ধের ঝুঁকি রয়েছে : পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভারতের সঙ্গে নতুন করে যুদ্ধের আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। তার মতে, কয়েক দশক আগে শুরু হওয়া প্রক্সি সংঘাত এখনো বাস্তবে বিরাজমান এবং সময়ের সঙ্গে এটি আরও তীব্র আকার ধারণ করেছে। 

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, প্রক্সি যুদ্ধ কখনোই সত্যিকার অর্থে শেষ হয়নি; বরং সাম্প্রতিক বছরগুলোতে আরও বেড়েছে। তিনি বলেন, ১৯৮০ দশকে শুরু হওয়া এই ধরনের সংঘাত এখন আধুনিক যুদ্ধের একটি পদ্ধতিতে পরিণত হয়েছে। সম্প্রতি লাহোর ও রাওয়ালপিন্ডিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেগুলোর সঙ্গেও এই ধরনের সংঘাতের সংশ্লিষ্টতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আসিফ বলেন, মে মাসের সংঘর্ষের পর পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল। তার ভাষায়, মে মাসের সংঘাতের পর (ভারতের সঙ্গে) আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল, আর সেই ঝুঁকি এখনো পুরোপুরি দূর হয়নি। তিনি আরও বলেন, পাকিস্তানের প্রতিরক্ষার সক্ষমতা প্রমাণিত হয়েছে এমনকি যুক্তরাষ্ট্রও পাকিস্তানের বিজয়কে স্বীকৃতি দিয়েছে এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সরাসরি হস্তক্ষেপ করেছিল ওয়াশিংটন।

পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মে মাসে চারদিনের ওই সংঘাতের সময় পাকিস্তান বিমানবাহিনী সাতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে যার মধ্যে রাফাল ফাইটার জেটও ছিল এবং ভারতের একটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে।

সংঘাতের কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জমা দেওয়া এক প্রতিবেদনে পাকিস্তানের সামরিক সাফল্য আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়। মার্কিন-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের ওই প্রতিবেদনে বলা হয়, সংঘাতের সময়ে উন্নত চীনা অস্ত্র ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সামরিক সুবিধা নিশ্চিত করেছিল পাকিস্তান। প্রতিবেদনে জে-১০সি যুদ্ধবিমানসহ প্রথমবারের মতো সক্রিয় যুদ্ধে চীনের আধুনিক অস্ত্র ব্যবহারের কথাও উল্লেখ করা হয়। খবর : জিও নিউজ

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147428