সাকিবকে ছাড়িয়ে টেস্টের সর্বোচ্চ উইকেট তাইজুলের
স্পোর্টস ডেস্ক : টেস্টে এখন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুল ইসলাম। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে সাকিব আল হাসানকে পেছনে ফেলেন তিনি। তৃতীয় দিনে চার উইকেট তুলে সাকিবের ২৪৬ উইকেটের পাশে নাম লেখান তাইজুল। আজ লাঞ্চের পরপরই দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বালবার্নিকে এলবিডাব্লিউ করে সাকিবকে ছাড়িয়ে গেছেন।
৩২ বছর বয়সী এই বামহাতি স্পিনারের জন্য মাইলফলকটি এসেছে তুলনামূলক দ্রুত গতিতে। সেটি এসেছে তার ৫৬তম টেস্টে। সাকিব একই সংখ্যা স্পর্শ করেছিলেন ৭১ টেস্টে। সাকিবের উইকেট ২৪৬, তাইজুলের ২৪৮।
টেস্টে বাংলাদেশের শীর্ষ ৫ টেস্ট উইকেট শিকারি : তাইজুল ইসলাম- ২৪৮, সাকিব আল হাসান- ২৪৬, মেহেদী হাসান মিরাজ-২০৯, মোহাম্মদ রফিক-১০০, মাশরাফি বিন মুর্তজা- ৭৮
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147427