গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পৌরসভার হুড়াভাঙ্গাখাঁ মহল্লার আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৮) মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাইফুল পৌরসভা ৭নং ওয়ার্ড রাম ডাকুয়া মহল্লার আব্দুর সাত্তারের ছেলে। আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ৬টায় হুড়াভাঙ্গাখাঁ মহল্লার আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইফুল ইসলাম একজন মানসিক ভারসাম্যহীন সে মহাসড়কের মাঝ দিয়ে হেঁটে আসার সময় বিপরীত দিক থেকে যাওয়া একটি অজ্ঞাত পরিবহনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। অজ্ঞাত পরিবহনটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পবিবারের সদস্যদের কাছে মরাদেহ হস্তান্তর করে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147413