নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের জানাজা-দাফন সম্পন্ন
মফস্বল ডেস্ক: নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে ভবনের দেয়াল ধসে নিহত বাবা-ছেলের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দিনগত রাত ১২টায় শহরের গাবতলী এলাকার জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা মাঠে বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৭) ও ছেলে ওমর মিয়ার (১২) জানাজা হয়।
জানাজায় নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ বিভিন্ন দলে রাজনীতিক নেতারাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে নিহত দেলোয়ারের ভাই জাকির হোসেনের হাতে প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়। পরে নিহতদের লাশ গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাদের দাফন করা হবে।
এর আগে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতদের লাশ গাবতলী এলাকার জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসায় নিয়ে আসা হয়। এসময় মরদেহ দেখতে স্বজন, সহকর্মী ও এলাকাবাসীরা ভিড় জমায়। এসময় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।
নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান বলেন, জেলায় ভূমিকম্পে পাঁচজন নিহত হয়েছে। সারাদিনই জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে নরসিংদী শহরের গাবতলী এলাকায় ছয়তলা নির্মাধীন ভবনের দেয়াল ধসে একতলা ভবনের ওপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার হোসেন, তার ছেলে ওমর মিয়া ও মেয়ে তাসফিয়া আহত হয়। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় বাবা-ছেলেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পথে ছেলে ওমর মিয়া এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147404