ঝুঁকিপূর্ণ হল সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঝুঁকিপূর্ণ হল সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা কলেজের ঝুঁকিপূর্ণ হল সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় কয়েকশ শিক্ষার্থী মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করেন।

হঠাৎ সড়ক অবরোধের কারণে নিউমার্কেট, আজিমপুর, ধানমন্ডি সংযোগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের কর্তৃপক্ষের অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিবেচনায় হল সংস্কারের দাবিতে অবরোধ করেন কিছু শিক্ষার্থী। তবে তারা বেশিক্ষণ সড়কে ছিলেন না। শিক্ষকদের সহায়তায় তাদের বুঝিয়ে আধাঘণ্টার মধ্যেই সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147396