বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
সম্প্রতি যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে শক্তিশালী চাকরির তথ্য প্রকাশের পর সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম বড় ধরনের পতন হয়েছে।
শুক্রবার দুপুর ১২টা ১৩ মিনিট (জিএমটি) পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪,০৩৯.৭৯ ডলারে। সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমেছে। ডিসেম্বর ডেলিভারিভিত্তিক মার্কিন ফিউচার স্বর্ণের দামও ০.৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৩৭.১০ ডলার।
বাজার বিশ্লেষক নিটেশ শাহের মতে, ভালো শ্রমবাজারের তথ্য ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর আশাকে দুর্বল করেছে, যা সোনার দাম কমার প্রধান কারণ হিসেবে কাজ করছে।
উইজডমট্রির কমোডিটি স্ট্র্যাটেজিস্ট নিটেশ শাহ বলেন, সুদের হার কমানোর সম্ভাবনা এখন দুর্বল হয়ে পড়েছে, কারণ বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের তথ্য বেশ ভালো ছিল। মূলত এ কারণেই স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন চাকরি প্রতিবেদন অনুযায়ী, নন-ফার্ম পেরোল ১১৯,০০০ বেড়েছে, যেখানে আগের পূর্বাভাস ছিল মাত্র ৫০,০০০। তবে বেকারত্বের হার চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147395