দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
দিনাজপুর প্রতিনিধি : উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে বাড়ছে শীত। দিনের বেলায় সূর্যের তাপ একটু বাড়লেও সন্ধ্যার পর থেকে অনুভূত হতে থাকে তীব্র শীত। জেলায় গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন। তিনি বলেন, আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় দিনাজপুরে রেকর্ড করা হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়াও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147384