ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত দুইদিনে পানিতে ডুবে, গলায় ফাঁস দিয়ে ও অটোরিকশার চাকায় গলার ওড়না পেঁচিয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কাচন ডুমুরিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে রাজ চন্দ্র রায়(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রাজ ওই গ্রামের কোকিল চন্দ্র রায়ের ছেলে।
বাড়ির উঠানে খেলার সময় সকলের অগোচরে পুকুরে পড়ে মৃত্যু হয় তার। এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিশমাইল গ্রামে ১১৫ বছর বয়সী পরেশ চন্দ্র রায় গোয়াল ঘরের তীরের সাথে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। একইদিন সন্ধ্যায় পৌর শহরের কলেজ বাজার সাদ্দাম স্টোরের সামনে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মহিলা ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্রী সিম্মি আক্তার (১৭) নিহত হয়।
সে জেলার বালীয়াডাঙ্গী উপজেলা পূর্ব সরলিয়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুল হালিম শেখ জানায়, এসব ঘটনায় থানায় পৃথক পৃথক ইউডি মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147381