বাউয়েট ও রংপুরের গঙ্গাচড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের কাদিরাবাদ সেনাবিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.)।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্টগণ, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ও অন্যান্য কর্মকর্তাগণ।
পরে কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া, ক্যাম্পাসে আলোকসজ্জা, আবাসিক হল, ফ্যাকাল্টি এবং অফিসার্স মেসে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা বগুড়া সেনানিবাসে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন।
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরে গঙ্গাচড়া উপজেলা অসকস বাংলাদেশের (অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি) উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
অসকস উপজেলা শাখার সভাপতি ও জেলার সিনিয়র সহ-সভাপতি এবং কেন্দ্রীয় সহ-সভাপতি সার্জেন্ট গোলাম রব্বানী, সিগন্যালস’র (অব.) সভাপতিত্বে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম।
আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড গঙ্গাচড়ার চেয়ারম্যান আখেরুজ্জামান মিলন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা ও জেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন। অসকস উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলার যুগ্ম পরিকল্পনা বিষয়ক সম্পাদক সার্জেন্ট নুরুল হক, সিএমপি’র (অব.) সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অসকস’র সদস্যবৃন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147372