চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য ও টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য ও টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ১টি ডিজিটাল ওজন মেশিন ও মাদক বিক্রয়ের প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকাসহ ইয়ানুর হোসেন শুভ(৩১) নামে এক যুবক গ্রেফতার হয়েছে।

সে জোড়গাছি বটতলাহাট এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলাসহ মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। মাদক নিয়ন্ত্রণ কার্য়ালয় সূত্র জানায়, আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টায় নিজ বাড়ি থেকে ওইসব মাদক ও টাকাসহ হাতেনাতে গ্রেফতার হয় শুভ।

জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক(ডিডি) চৌধুরী ইমরুল হাসান বলেন, শুভ চিহ্নিত ও তালিকাভূূক্ত মাদক কারবারি। মাদক চোরচালানেও সে জড়িত বলে অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন থেকে  আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্য মাদক কেনাবেচা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।

স্থানীয়দের বরাতে কর্মকর্তা ইমরুল হাসান আরও বলেন, শুভর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এ অবস্থায় গতিবিধি পর্যবেক্ষণ করে শুভকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147366