‘নাবিলা সিক্স’ চরিত্র দিয়ে আলোচনায় শিরতাজ
অভি মঈনুদ্দীন ঃ সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচার চলতি এই সময়ের অন্যতম ধারাবাহিক নাটক হচ্ছে কে এম সোহাগ রানা পরিচালিত ‘দেনা পাওনা’। মাত্র কয়েক পর্ব প্রচারের লক্ষ্যে এই নাটক নির্মিত হয়েছিলো। কিন্তু কয়েকটি পর্ব প্রচারের পরপরই দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়ে এই ধারাবাহিকটির আরো বহু পর্ব নির্মাণ করেন নির্মাতা।
এরইমধ্যে নাটকটির ৯২পর্ব প্রচারিত হয়েছে। নাটকটিতে শুরু থেকেই অভিনয় করছিলেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মনিরা মিঠু, মুসাফির সৈয়দ বাচ্চু, সুষমা সরকার, অ্যালেন শুভ্র, অনিক, তাবাছছুম ছোঁয়া’সহ আরো অনেকে। তবে এই জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয়ে যুক্ত হয়েই আলোচনায় চলে এসেছেন বগুড়ার মেয়ে শিরতাজ জেবিন। ৭০ পর্বের আগে থেকেই ‘নাবিলা সিক্স’ চরিত্রটিকে নাটকে নানানভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে ৭২’তম পর্বে শিরতাজকে ‘নাবিলা সিক্স’ চরিত্রে দর্শক দেখতে পায়। এরইমধ্যে ‘নাবিলা সিক্স’ চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় শিরতাজ। যখন যেখানে যাচ্ছেন তিনি এই চরিত্রে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। কিছুদিন আগে শিরতাজ নিকোল কুমার মণ্ডলের পরিচালনায় ‘অনামিকা’ নামক একক একটি নাটকে অভিনয় করেছিলেন। এতে তার বিপরীতে ছিলেন জোভান।
এছাড়াও এনটিভিতে মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ছাত্রাবাস’-এ অভিনয় করছেন শিরতাজ। তবে ‘দেনা পাওনা’ নাটকে অভিনয়ের কারণে সবচেয়ে বেশি সাড়া পাচ্ছেন তিনি। আগামী কয়েকদিনের মধ্যে শিরতাজ মাসুদ সেজানের পরিচালনায় সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন। এই সাত পর্বের ধারাবাহিকেও শিরতাজ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলেও জানান তিনি।
শিরতাজ বলেন,‘ দেনা পাওনা নাটকটি আমার অভিনীত এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় নাটক। এই নাটকে নাবিলা সিক্স চরিত্রে অভিনয় করে আমি সত্যিই অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি কখনো ভাবিনি যে চরিত্রটি দর্শকের মধ্যে এতো সাড়া ফেলবে। কিন্তু সবমিলিয়ে চরিত্রটি দর্শকের খুউব পছন্দ হয়েছে বিধায় নিজের ভেতর ভীষণ ভালোলাগা কাজ করছে। আমার নিজেরও এই চরিত্রটি ভীষণ পছন্দের। অনেক মন দিয়ে চরিত্রটিতে অভিনয় করার চেষ্টা করছি। তার ফলও আমি পাচ্ছি দর্শকের কাছ থেকে সাড়া পেয়ে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই নাটকের নির্মাতা কে এম সোহাগ রানা ভাইকে।’
২০২৩ সালে ‘সুইট কিস’ নাটকে ‘তোরা সিনিয়র হলে আমরা কারা’ সংলাপটি তাকে আলোচনায় নিয়ে আসে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147363