কুমিল্লা ইপিজেডে ভূমিকম্পের আতঙ্কে অজ্ঞান ৮০ নারী শ্রমিক
ভূমিকম্পের আতঙ্কে কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় কর্মরত অন্তত ৮০ জন নারী ভয়ে অজ্ঞান হয়ে গেছেন। তাদের মধ্যে ৫ জন দৌড়ে বের হতে গিয়ে আহত হয়েছেন। তাদেরকে ইপিজেডের ভেতর বেপজা মেডিকেল সেন্টারে (হাসপাতালে) চিকিৎসা নিয়েছেন ৫০ জন। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে ৩০ জনকে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। তিনি জানান, ভূমিকম্পের সময় বেন্ডিজসহ অপর একটি কোম্পানির নারী কর্মীরা ভয়ে ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে গুরুতর আহত হয়নি কেউ৷ সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে গেছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, এ হাসপাতালে অন্তত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147357