‘মেয়েদের জীবনের থেকে ওড়না বেশি গুরুত্বপূর্ণ’
বিনোদন ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক ভূমিকম্পের তীব্রতায় সারা দেশের মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। দ্রুত রাস্তায় নেমে আসেন রাজধানীবাসী। এই কম্পনে আতঙ্কগ্রহস্ত হয়ে পড়েন দেশের তারকারাও।
সামাজিকমাধ্যমে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাও প্রকাশ করেছেন অনেকেই। তবে ব্যতিক্রম বার্তা দিয়েছেন আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন। একটি পোস্টে এই অভিনেত্রী লেখেন, ‘মেয়েদের জীবনের থেকে, একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ।’ হ্যাশট্যাগ দিয়ে এ অভিনেত্রী লেখেন, ‘ভূমিকম্প ফ্যাক্ট।’
মূলত ভূমিকম্পের সময় কী করবেন বুঝে না উঠে অনেকেই বাসা থেকে বের হয়ে খোলা রাস্তা কিংবা মাঠে চলে যান। কিন্তু সবকিছু দ্রুত করতে গিয়ে অনেক মেয়েই ওড়না নিতে পারে না। যা নিয়ে মানুষের মাঝে কানাঘুষা চলে। তবে সবার আগে জীবন- এমনটাই বুঝাতে চেয়েছেন চমক।
তবে চমকের পোস্টটি নিয়ে সামাজিকমাধ্যমে বেশ চর্চা চলছে। অনেক নারী এ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। বলা যায়, দুটো শিবিরে বিভিক্ত হয়ে মন্তব্য করছেন তারা। অনেকেই চমকের এই ভাবনার সঙ্গে একমত। আবার কারও কারও পরামর্শ- অনেকের কাছে সম্মান আগে।