সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাইক্রোর ধাক্কায় ভ্যান চালক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাইক্রোর ধাক্কায় ভ্যান চালক নিহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বগুড়া-পাবনা মহাসড়কের উল্লাপাড়া পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টায় মাইক্রোবাসের ধাক্কায় হেলাল উদ্দিন(৩৮) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। তিনি পূর্বদেলুয়া গ্রামের ছামাদ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় খড় বোঝাই করে হেলাল উদ্দিন সিরাজগঞ্জ রোডের দিকে যাচ্ছিলেন। পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের পাশে পিছন থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হেলাল ছিটকে মহাসড়কের উপর পড়লে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেবার পথে মারা যান তিনি। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147346