দিনাজপুরের নবাবগঞ্জে বৃদ্ধার আত্মহত্যা
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে জাহানারা বেগম(৭০) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার বিনোদনগর ইউনিয়নের কৃঞ্চপুর (ট্যান্ডনপাড়া) গ্রামে। সে ওই গ্রামের নয়া মিয়ার স্ত্রী।
নবাবগঞ্জ থানার এস.আই মো. গোলাম মোস্তফা জানান, জাহানারা বেগম আজ শুক্রবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫ টায় নিজ ঘরের তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতলে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে সে মানসিক রোগী বলে জানা যায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147339