ভূমিকম্পে সিঁড়ি থেকে নামতে গিয়ে পা ভাঙলো ঢাবি ছাত্রদল নেতা হামিমের

ভূমিকম্পে সিঁড়ি থেকে নামতে গিয়ে পা ভাঙলো ঢাবি ছাত্রদল নেতা হামিমের

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প অনুভূত হওয়ার পর আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভেঙে আহত হয়েছেন কবি জসিমউদ্দীন হল ছাত্রদলের আহব্বায়ক  শেখ তানভীর বারী হামিম।

ঘটনাটি ঘটে শুক্রবার সকাল  ১০৩৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক হলের সিঁড়িতে।

শিক্ষার্থীরা জানান, ভূমিকম্পের হালকা ঝাঁকুনিতে হলে হঠাৎ বিশৃঙ্খলা তৈরি হয়। দ্রুত নিচে নামার সময় সিঁড়িতে পা পিছলে পড়ে গেলে হামিমের বাম পায়ে চোট লাগে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তার পা ভাঙার বিষয়টি নিশ্চিত করেন।

বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147320