ভূমিকম্পে বিভিন্ন হলের বিল্ডিং থেকে লাফিয়ে ঢাবির ৫ শিক্ষার্থী গুরুতর আহত 

ভূমিকম্পে বিভিন্ন হলের বিল্ডিং থেকে লাফিয়ে ঢাবির ৫ শিক্ষার্থী গুরুতর আহত 

ঢাবি প্রতিনিধি : ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুহসীন হলের ৪ তলা থেকে লাফ দিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানজির হোসাইনসহ

 জিয়া হল, কবি জসিমউদ্দিন হল ও ফজলুল হক হল থেকে আরো ৪ জন শিক্ষার্থীর লাফ দিয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুইজনের পা ভেঙ্গে গেছে। আহদের হাসপাতালে নেওয়া হয়েছে।তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

সকাল ১০টা ৩৮মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প শুধু ঢাকায় না আশপাশের জেলাগুলোতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

এতে সারাদেশের জনমনে আতঙ্ক দেখা দেয়। এ সময় রাজধানীর বিভিন্ন বাসা থেকে সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দেখা গেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147318