বগুড়ার শাজাহানপুরে তারেক রহমানের জন্মদিনে শিক্ষা সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বেতগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী। জন্মদিনে শিক্ষা সামগ্রী উপহার পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা।
শিক্ষা সমাগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সুলতানা, ১৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাদল সরকার, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, সিরিয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক তুষার শেখ, সাবেক যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, যুগ্ম- সাধারণ সম্পাদক মমিন তালুকদার, শহর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজু মণ্ডল, ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মজনু মিয়া বাবু, মেহেদী হাসান সাহেদ, দপ্তর সম্পাদক নুরুজ্জামান হক, সুজন, খান হামিদ, হেলাল সরদার প্রমুখ।
শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। হোসেন আলী জানান, তরুণ প্রজন্মকে শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147305