সৈয়দপুরে রেলওয়ের জমিতে বহুতল ভবন তিনজনের বিরুদ্ধে দুদক’র মামলা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরে রেলওয়ের মালিকানাধীন জমিতে বহুতল ভবন তথা স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন(দুদক) কর্তৃক তিন প্রভাবশালীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা বাদী হয়ে গত রোববার নীলফামারী সিনিয়র স্পেশাল জজ আদালতে পৃথক মামলা দায়ের করেন।
মামলায় প্রভাবশালী ব্যবসায়ী মো. আলতাফ হোসেন, পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু ও পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলীকে আসামি করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও অপরাধ মূলক কর্মকান্ডের মাধ্যমে রেলওয়ের মালিকানাধীন জূমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ আনা হয়।
দুদক সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মো. আলতাফ হোসেন রেলওয়ে মালিকাধীন জমি দখলে নিয়ে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করেন। সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু ও পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী ক্ষমতার অপব্যবহার করে ব্যবসায়ী আলতাফ হোসেনকে সৈয়দপুর শহরের রেলওয়ে জমিতে বহুতল ভবন নির্মাণে সহায়তা করেন। আর দুর্নীতি দমন কমিশন, রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক (এডি)হোসাইন শরীফ এ বিষয়টি তদন্ত করেন। এরপর চলতি মাসের ১৬ তারিখে তাদের বিরুদ্ধে পৃথক পৃথক দুইটি মামলা দায়ের করেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147302