বিসিবির লক্ষ্য হলো ক্রিকেট শুধু ঢাকায় নয় সারাদেশে ছড়িয়ে দেয়া
রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও প্রতিনিধি: বিসিবির পরিচালক ও বয়স ভিত্তিক কমিটির চেয়ারম্যান সঙ্গীত শিল্পী আসিফ আকবর বলেছেন, বিসিবি সভাপতির লক্ষ্য হলো ক্রিকেট শুধু ঢাকায় নয় সারাদেশে ছড়িয়ে দেয়া। সেই লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে স্টেডিয়াম পরিদর্শন ও ক্রিকেটের কি অবস্থা সেই বিষয়গুলোর খোঁজখবর নিচ্ছি। আগামী দিনে যাতে শিশুরা ফিট থেকে বেড়ে উঠতে পারে এবং খেলায় মনোনিবেশ করতে পারে এজন্য বয়সভিত্তিক খেলা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এজন্য একাডেমির চিন্তা করা হচ্ছে। এ সময় তিনি নারীদের স্বতন্ত্র বিকেএসপির কথাও বলেন। ফুটবল নিয়ে ইচ্ছে করেই স্লেজিং করেছিলাম। ভেবেছিলাম এটা নিয়ে ফুটবলারদের মধ্যে কঠোর প্রতিবাদ হবে কিন্তু উল্টোটা ঘটেছে। অফিসিয়ালি প্রতিবাদ হয়েছে। আমিও এ বিষয়ে ক্ষমা চেয়েছি। বোলিং মেশিন, নারীদের ড্রেসিংরুম, অনুশীলন মাঠসহ রংপুরের সমস্যার কথা শুনলাম। অবশ্যই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার আর চার মাস ক্ষমতায় আছে। তাই বেশি বাজেটের কাজ করা সম্ভব হবে না সরকারের পক্ষ থেকে। সেগুলো সমাধান করা যায়, সেগুলো ঢাকায় গিয়েই সমাধান করা হবে। তবে সর্বপরি নির্বাচিত সরকার আসলে অনেক কিছুই করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রংপুর ক্রিকেট গার্ডেন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় বিসিবির পরিচালক (রংপুর বিভাগ) হাসানুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফারহান তানভীর ফাহিম উপস্থিত ছিলেন।
এদিকে, আসিফ আকবর বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনাজপুর বড় মাঠের খেলার মাঠ, স্পোর্টস ভিলেজ পরিদর্শন করেছেন। এছাড়াও তিনি দিনাজপুর স্টেডিয়াম ও জিমন্যাসিয়াম পরিদর্শন করেন। পরিদর্শনকালে দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠের ভূয়সী প্রশংসা করে আসিফ আকবর বলেন, দেশের বহু স্থানে আমি গিয়েছি কিন্তু এ ধরনের মাঠ আমার চোখে পড়েনি। মাঠটি খেলাধুলার জন্য একটি উপযুক্ত মাঠ। সনামধন্য খেলোয়াড় মুশফিকুর রহিমের শততম টেস্ট ক্রিকেটের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ ধরনের মাঠ থেকেই শত শত মুশফিকুর রহিম তৈরির সুযোগ রয়েছে। এ জন্য দিনাজপুর ও আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের জন্য ক্রিকেট বোর্ড, স্কোর বোর্ড, নেট ও বোলিং মেশিনসহ যা যা প্রয়োজন সবকিছু দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এসময় ক্রিকেট প্রতিযোগিতা ও টুর্নামেন্টের পূর্বে বেশি বেশি করে প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিসিবির পরিচালক মো. হাসানুজ্জামান, বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. আরমানুল ইসলাম নয়ন, দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রেহাতুল ইসলাম খোকা, আরিফুল আলম পল্লব, মো. কামারুজ্জামান, সাবেক জাতীয় ক্রিকেটার ধীমান ঘোষ, মিজানুর রহমান পাটোয়ারী বাবু, সাবেক ক্রিকেটার মুরাদ খান প্রমুখ।
অপরদিকে, একই দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর ঠাকুরগাঁওয়ে শহিদ মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন শেষে তৃণমূল পর্যায়ের ক্রিকেটার, কোচ ও সংগঠকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমরা ১৯৮৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত যে বঞ্চনার শিকার হয়েছি, তার চেয়েও এখনকার তৃণমূলের অবস্থা খারাপ। এর মানে স্পষ্ট মিসম্যানেজমেন্ট হচ্ছে। ঢাকা থেকে কেউ এখানে আসে না, খোঁজখবর রাখে না। এখানকার খবর ঢাকায় পৌঁছায় না।
তিনি আরও বলেন, তৃণমূলে যত প্রচারণা, যত সুযোগ-সুবিধা, যত লজিস্টিক সাপোর্ট ও উন্নয়ন দরকার সবই আমরা করব। এসময় উপস্থিত ছিলেন- বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, আম্পায়ার শাকির আহমেদসহ জেলা ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়বৃন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147295