সিদ্ধান্তে অনড় দীপিকা
বিনোদন ডেস্ক : বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এমনকি একের পর এক কাজ হাতছাড়া করছেন। গত কয়েক মাস ধরে আট ঘণ্টার কাজের কথা বলে বিতর্কে রয়েছেন তিনি। মা হওয়ার পর থেকে এই শর্ত রেখেছেন বলে জানা গেছে। তারপর থেকে একের পর এক কাজ হাতছাড়া হয়েছে তার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাজে কতোটা সততা রয়েছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। সততার অভাব থাকলে মানিয়ে নেয়া যায় না। আমার কাছে এর কোনো জায়গা নেই। কিছু সময়ে মানুষ বড় অঙ্কের অর্থের পারিশ্রমিকের প্রস্তাব দিয়ে ভেবেছে, ওটাই যথেষ্ট। কিন্তু মোটেই তা নয়। বাণিজ্যিকভাবে কোনো ছবি বড় হলেও, ছবিতে যদি সত্যতার অভাব থাকে, তা হলে তা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয় দীপিকার কাছে। ছবিতে সত্যতা ও সততা থাকলে সবসময় পাশে থাকেন বলে জানান অভিনেত্রী।
তিনি আরও বলেন, হতেই পারে আজকের সিদ্ধান্ত নিয়ে দশ বছর পরে আমি প্রশ্ন তুলবো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা ঠিক মনে করছি, সেটাই করছি। আমি আমার সিদ্ধান্তে অনড়।
প্রসঙ্গত, পর পর ‘স্পিরিট’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন শাহরুখের ‘কিং’ ছবি নিয়ে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147279