যশোরে হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

যশোরে হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

যশোরের কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর চয়ন দাস হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৬। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের পালবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শানতলা গ্রামের কৃষ্ণ কুমার ও কল্পনা রানীর দুই ছেলে মানিক কুমার (৫২) এবং মুক্ত কুমার (৩৫)।

র‌্যাব–৬ যশোরের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, সন্ত্রাসী, মাদককারবারি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় পালবাড়ি মোড় এলাকায় অবস্থানরত দুই আসামিকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি চুড়ামনকাটি এলাকায় নামযজ্ঞ দেখতে গিয়ে খাবার নিয়ে চয়ন দাস ও তার বন্ধুদের সঙ্গে মানিক ও মুক্তের বাগ্‌বিতণ্ডা হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি একই অনুষ্ঠানে ঝিকরগাছার মল্লিকপুর এলাকায় গেলে মানিক ও মুক্ত তাদের অনুসারীদের নিয়ে চয়ন দাসদের ওপর হামলা চালায়। এতে চয়নের চাচাতো ভাই জীবন দাস, স্বাধীন দাস ও দীপ্ত দাস আহত হন।

এরপর ২৫ ফেব্রুয়ারি আহতদের দেখতে হাসপাতাল থেকে ফেরার পথে শানতলা গ্রামের পেপসি কোম্পানির গেটের সামনে পৌঁছালে মানিক ও মুক্ত চয়ন দাসের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর চয়ন দাসের বাবা মানিক ও মুক্তসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর মানিক ও মুক্ত কুমারকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব–৬।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147243