বগুড়ার কাহালুতে গভীর রাতে মোটরসাইকেল চুরি

বগুড়ার কাহালুতে গভীর রাতে মোটরসাইকেল চুরি

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু পৌর এলাকার শিল্পী আবাসনে  দোতলা ফ্লাট বাসার নিচ থেকে ওই বাসার ভাড়াটিয়ার একটি লাল-কালো রঙের মোটরসাইকেল চুরি হয়েছে। তবে চোর বাড়িওয়ালার মোটরসাইকেল নিয়ে যেতে না পেরে পাশের মসজিদের কাছে ফেলে রেখে যায়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার শেষ রাতে শিল্পী আবাসনে অবস্থিত কাহালুর বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব মঞ্জুরুল হকের বাসায়।

মঞ্জুরুল হক জানান, মোটরসাইকেল দু’টি তার বাসার সিঁড়ির নিচে রাখা ছিল। চোর শেষ রাতে বাসার প্রধান ফটকের কলাপসিবল গেটের তালা কেটে মোটরসাইকেল দু’টির লক খুলে বাহিরে বের করে। এরপর কোন কারণে বাড়িওয়ালার মোটরসাইকেলটি নিয়ে যেতে না পেরে ভাড়াটিয়া নুরুল ইসলামের মোটরসাইকেলটি নিয়ে যায়। ভাড়াটিয়া নুরুল ইসলামের বাড়ি উপজেলার মাগুরা গ্রামে। মালঞ্চা বাজারে তার গবাদি পশুর ওষুধের দোকান রয়েছে। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147181