বগুড়ার কাহালুতে দুই কলেজছাত্র ছুরিকাহত
স্টাফ রিপোর্টার : বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চাস্থ আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওই কলেজের এইচএসসি প্রথম বর্ষের দুই শিক্ষার্থী রাশেদ সরদার ও সিফাত আহত হয়েছেন। এদের মধ্যে রাশেদের অবস্থা গুরুতর হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১৯ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ওই কলেজ মাঠে।
এলাকাবাসী ও আহত শিক্ষার্থী সিফাত জানান, আজ বুধবার (১৯ নভেম্বর) তারা কলেজ ক্যাম্পাসে উপবৃত্তির ফরম নিতে যান। বেলা সোয়া ১১টার দিকে তাদের পরিচিত একই কলেজের তিন শিক্ষার্থী এসে তাদেরকে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলে। কারণ জিজ্ঞাসা করলে তাদের মাঝে তর্কবিতর্ক শুরু হয়। এরই এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে রাশেদ ও সিফাতকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে রাশেদ সরদারের অবস্থা গুরুতর হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত রাশেদ সরদার কাহালু উপজেলার অঘোর মালঞ্চা গ্রামের সামাদ সরদারের ছেলে।
কাহালুর আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল আতিকুর রহমান মিলন কলেজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে শিক্ষার্থীর আহতের বিষয়টি নিশ্চিত করে জানান, যারা ছুরিকাঘাত করেছে এবং যারা ছুরিকাহত হয়েছে উভয়েই অত্র কলেজের শিক্ষার্থী বলে জেনেছেন। তবে কী কারণে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারেন না।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, ওই কলেজে নারীকেন্দ্রীক ঘটনায় দুই ছাত্র ছুরিকাহত হয়েছে বলে তিনি শুনেছেন। এ ঘটনায় অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147178