বগুড়ার সোনাতলায় জমির ফসল উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ার সোনাতলায় জমির ফসল উপড়ে ফেলার অভিযোগ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় গত সোমবার পৌর এলাকার কামারপাড়া গ্রামে পৈতৃক সম্পত্তি দখল করতে জমির ফসল উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কামারপাড়া (পশ্চিমপাড়া) এলাকার মৃত তবিবর রহমান মন্ডলের দুই ছেলে শাহ আলম ও শাহারুল ইসলামের পৈতৃক সম্পত্তি দখলের জন্য একই গ্রামের প্রতিপক্ষের লোকজন জমি থেকে গত সোমবার বিভিন্ন প্রকার ফসল উপড়ে ফেলে।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবীর অভিযোগের কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147173