দিনাজপুরের হিলিতে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, জরিমানা

দিনাজপুরের হিলিতে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, জরিমানা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলিতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও বাধ্যতামূলক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৬টি দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় এই অপরাধে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে হিলি বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। অভিযানে বাজারের বিভিন্ন মুদি দোকান ও খাদ্যপণ্য বিক্রয়কেন্দ্র তদারকি করা হয়। এসময় ৬টি দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ ও বিক্রির পাশাপাশি মূল্য তালিকা না রাখার প্রমাণ পাওয়া যায়।

সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ভোক্তাদের সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা মূল্য তালিকা প্রদর্শন না করা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এদিকে অভিযান চলাকালে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অভিযানের ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়ীদেরও নিয়ম মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করা হচ্ছে। নিয়মিত এই অভিযান পরিচালনার কথা জানান তারা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147162