বগুড়ার কাহালুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লালমনিরহাটের মজুরের মৃত্যু 

বগুড়ার কাহালুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লালমনিরহাটের মজুরের মৃত্যু 

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. কালাম মিয়া(৪৩)নামের এক দিন মজুর  মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬ টার সময় কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের কৃষক আব্দুল আলিমের বাড়িতে। দিন মুজর কালাম মিয়া লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারি গ্রামের মো.আনোয়ার আলীর ছেলে।

জানা গেছে,গত দু’দিন আগে কালাম তার ভাই কাইয়ুম(৪৫)সহ নিজ গ্রামের আরও আটজন দিন মুজুরকে সাথে দিয়ে ধান কাটার কাজ করার জন্য মাগুরা গ্রামস্থ কৃষক আব্দুল আলিমের বাড়ি আসে। ঘটনার দিন সন্ধ্যা রাতে ঘরে থাকা বৈদ্যুতিক বাল্ব সরাতে গেলে অসাবধানতাবশত: বিদ্যুৎ স্পর্শ করলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147157