বগুড়ার কাহালুতে ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে মোছা. সুমাইয়া (১৮)নামের এক যুবতী তার খালার বাড়িতে সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার সময় কাহালুর পাইকড় ইউনিয়নের আড়োলা গ্রামে। সে উপজেলার পাইকড় ইউনিয়নের রামপুর ভাটোহালী গ্রামের সাজু পাইকারের মেয়ে।
জানা গেছে, এসএসসি পাশ করা সুমাইয়া পড়াশুনা বাদ দিয়ে বাড়িতে কাপড় সেলাইয়ের কাজ করতো। সম্প্রতি সৎ মায়ের সাথে মনমালিন্য হবার কারণে সে গত শনিবার আড়োলা গ্রামে তার খালা মোছা. শাহানারার কাছে যায়। এরপর সে গতকাল মঙ্গলবার রাতে খালার বাড়িতে শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে কাহালু থানায় একটি ইউ’ডি মামলা দায়ের করা হয়েছে। কাহালু থানার এস.আই মো. জমশেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147153