এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিউজিল্যান্ডের

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্কঃ  দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিলো নিউজিল্যান্ড। ৫ উইকেটের এই জয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো কিউইরা। নেপিয়ারে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উইন্ডিজের দেয়া ২৪৮ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় মিচেল স্যান্টনারের দল।

ম্যাচের শুরুতেই ক্যাম্পবেলকে হারায় উইন্ডিজ। এরপর দলীয় ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর মাঠে আসেন শেই হোপ। অবশ্য দলকে একাই টেনেছেন ক্যারিবীয় কাপ্তান। কারণ, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একপর্যায়ে ৮৬ রানে ৫ উইকেট হারানো ক্যারিবিয়ানদের পুঁজি দাঁড়ায় ৩৪ ওভারে ২৪৭। হোপের অপরাজিত সেঞ্চুরিতে এই লড়াকু সংগ্রহ তাদের। ৬৯ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন হোপ।
জবাবে ২৪৮ রানের লক্ষ্যে নেমে দেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র গড়েন ১০৬ রানের জুটি। এই জুটি ভাঙ্গে রাচিন ৫৬ রানে আউট হলে। তারপর ৬০ রান তুলতে আরও তিন উইকেট খোয়া গেলে একটু চাপে পড়ে নিউজিল্যান্ড। এরপর টম ল্যাথাম ও মিচেল স্যান্টনারের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা। কিউই ক্যাপ্টেন ১৫ বলে ২ ছক্কা ও ৩ চারে করেন ৩৪ রান। ল্যাথাম করেন ২৯ বলে ৩৯। নিউজিল্যান্ড ম্যাচ জেতে ৫ উইকেট হাতে রেখে।
 
আগামী শনিবার (২২ নভেম্বর) তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে হ্যামিল্টনে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147145