দিনাজপুরে পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেফতার

দিনাজপুরে পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেফতার

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে র‌্যাবের অভিযানে পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি মেহেদী হাসানকে(৩৪) গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর শহরে বালুবাড়ী শহীদ মিনার মোড়ের সামনে থেকে পর্নোগ্রাফি আইনে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি জেলার নবাবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মো. মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। পরে তাকে জেলার নবাবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি পরিদর্শক মো. মতিউর রহমান জানান, গ্রেফতারকৃত মেহেদী হাসানকে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর করলে তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147142