শুভকামনা ‘বান্টু দা’ বলে মুশফিককে শুভেচ্ছা বার্তা দিলেন মাশরাফি

শুভকামনা ‘বান্টু দা’ বলে মুশফিককে শুভেচ্ছা বার্তা দিলেন মাশরাফি
স্পোর্টস ডেস্কঃ মুশফিকুর রহিমের কয়েকটি নাম আছে। কেউ ডাকেন মুশফিক বলে, কেউ আদর করে বলেন মুশি। কেউ আবার ‘মিস্টার ডিপেন্ডেবল’ বলেও খুশি। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা তাকে ‘বান্টু দা’ বলে ডাকেন। সেই নাম নিয়েই ইতিহাস গড়া মুশফিককে শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি।
 
 
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার (১৯ নভেম্বর) মাশরাফি লিখেছেন, ‘মুশফিক, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে ১০০ টেস্ট ম্যাচ খেলতে নামছো তুমি। আমাদের দেশের ক্রিকেটের বাস্তবতায় অসাধারণ এক অর্জন এটি। টেস্ট ক্রিকেটের প্রতি তোমার ভালোবাসা, নিবেদন ও প্যাশন সত্যিই অনন্য। ২০ বছরের বেশি সময় ধরে টপ লেভেলে এভাবে খেলে যাওয়া দারুণ গর্বের।’
মুশফিকুরের মজার ছলে বলা ‘বান্টু দা’ ডাকে ডেকে শুভকামনা জানিয়েছেন মাশরাফি, ‘আশা করি, তোমাকে দেখে অনেক তরুণ ক্রিকেটার অনুপ্রাণিত হবে, টেস্ট ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার গড়তে উজ্জীবিত হবে। দোয়া করি, যতদিন খেলবে, যেন দলের জন্য আরও অবদান রাখতে পার। শুভকামনা, মুশফিকুর রহিম (বান্টু দা)।’
 
 
আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্টে দারুণ ছন্দে আছেন মুশফিক। ইতোমধ্যে ফিফটি গড়ে সেঞ্চুরির পথে এগোচ্ছেন টাইগার ব্যাটার। যদি সেঞ্চুরি পেয়ে যান, তবে শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানো খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়বেন মি. ডিপেন্ডেবল।
 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147131