গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন
মফস্বল ডেস্ক : গাজীপুরের বাঘের বাজার এলাকায় ফিনিক্স কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত ফিনিক্স কারখানায় এই আগুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাঘের বাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এসময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147101