জোড়া পেনাল্টি পেয়েও জয়হীন ব্রাজিল

জোড়া পেনাল্টি পেয়েও জয়হীন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ নিশ্চিতের পর প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে নেমেছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। তিউনিসিয়ার বিপক্ষে জোড়া পেনাল্টি পেয়েও জিততে পারল না পাঁচবারের শিরোপাধারীরা। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ফ্রান্সের লিলেতে গতকাল রাতে ম্যাচে পিছিয়ে পড়ার পর জোড়া পেনাল্টি পায় ব্রাজিল। প্রথম স্পট কিকে দক্ষিণ আমেরিকার জায়ান্টদের সমতায় ফেরান তরুণ তারকা এস্তেভাও। পরের পেনাল্টি থেকে জয়সূচক গোল করতে ব্যর্থ হন লুকাস পাকেতা। ম্যাচের ২৩তম মিনিটে তিউনিসিয়াকে এগিয়ে নেন হাজেম মাসতৌরি। পিছিয়ে পড়ার পর ৩৮ মিনিটে রদ্রিগো প্রায় গোল পেয়েই যাচ্ছিলেন। রিয়াল মাদ্রিদ তারকার দারুণ একটি ফ্রি কিক অসাধারণ নৈপুণ্যে কর্নারের বিনিময়ে ফেরান গোলকিপার।

ব্রাজিল সমতায় ফেরে বিরতির আগে। তিউনিসিয়ার ডি-বক্সে তাদের ডিফেন্ডার ব্রুনের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। ৪৪তম মিনিটে স্পট কিকে গোলটি করেন দারুণ ছন্দে থাকা এস্তেভাও। এটি ব্রাজিলের জার্সিতে চার ম্যাচে চার গোল হলো চেলসি ফরোয়ার্ডের। বিরতির পর ৭৬ মিনিটে ডি-বক্সে ভিতোর হকে ফাউলের শিকার হলে আবার পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু উড়িয়ে মেরে দলকে লিড এনে দিতে ব্যর্থ হন পাকেতা। শেষ পর্যন্ত আর জয়সূচক গোলের দেখা পায়নি ব্রাজিল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147097