হামজাদের প্রশংসায় অভিনন্দন জানালেন জামায়াত আমির
২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পাওয়ায় হামজাদেরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টের মাধ্যমে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান জামায়াত আমির।
পেজে দেওয়া এক পোস্টে লিখেন, অভিনন্দন বাংলাদেশ জাতীয় ফুটবল টিমকে! মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ২২ বছর পর ভারতের বিপক্ষে এই সাফল্য দেখিয়ে দিয়েছে—শৃঙ্খলা, ঐক্য আর আত্মবিশ্বাস থাকলে বাংলাদেশ কী অর্জন করতে পারে।
তিনি আরও লিখেছেন, মোরছালিনদের এই লড়াই তরুণদের জন্য বড় প্রেরণা, আর আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। তার মতে, প্রতিভা লালন, স্বপ্নকে সহায়তা আর খেলোয়াড়দের জন্য শক্ত ভিত তৈরি করা গেলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সামনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
২২ বছর অপেক্ষার পর এমন এক জয়ে মাঠ যেমন উচ্ছ্বসিত, দেশের খেলাধুলা নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে সামাজিকমাধ্যমে—যেখানে ফুটবলের এই সাফল্যকে ভবিষ্যতের পথচলার নতুন সূচনা হিসেবে দেখছেন অনেকে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147072