আমি এখন বিশ্বের সবচেয়ে সুখী মানুষ: হামজা চৌধুরী

আমি এখন বিশ্বের সবচেয়ে সুখী মানুষ: হামজা চৌধুরী

বছরজুড়ে কঠিন সময় পার করা হামজা চৌধুরী বছরের শেষ ম্যাচেই ফিরলেন দারুণভাবে। এশিয়ান কাপ বাছাইয়ে শক্ত প্রতিপক্ষ ভারতের বিপক্ষে বাংলাদেশ ১–০ গোলের জয়ে মাঠ ছাড়ে। একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড শেখ মোরছালিন, রাকিব হোসেনের কাটব্যাক থেকে।

ম্যাচে গোল না পেলেও রক্ষণভাগের ত্রুটিতে নিশ্চিত একটি গোল বাঁচান হামজা। ৩১ মিনিটে ভারতের চাংতের শট যখন ফাঁকা পোস্টে ঢোকার পথে, তখনই হেড করে দলকে রক্ষা করেন তিনি।

ম্যাচশেষে টি স্পোর্টসকে হামজা বলেন, “এটা বড় ম্যাচ ছিল, আলহামদুলিল্লাহ আমরা জিতেছি।” সংবাদ সম্মেলনে তিনি জানান, “এ মুহূর্তে আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। ১৮ কোটি মানুষকে খুশি করা—এটাই আমার ক্যারিয়ারের সেরা অর্জনগুলোর একটি।”

হামজার ভাষায়, “শেষ কয়েক ম্যাচে আমরা ট্যাকটিক্যালি ভালো হলেও শেষ ধাপে পিছিয়ে যাচ্ছিলাম। আজ দেখালাম আমরা কতটা স্থিতিশীল। এখন সময় দুই দিক একসঙ্গে নিয়ে সামনে এগোনোর।”

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147070