হোটেল রমনার পাশের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

হোটেল রমনার পাশের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তান মোড়ের হোটেল রমনার পাশের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে ৬ তলাবিশিষ্ট রমনা ভবনের ৩ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ১২টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে তিনি জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147069