আগারগাঁওয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন

আগারগাঁওয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন

ঢাকার আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি কোনো দুষ্কৃতিকারীর কারণে ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, রাত ১১টার দিকে আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার খবর আসে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন শেষে দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147066