অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের ভারত সফর স্থগিত

অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের ভারত সফর স্থগিত

স্পোর্টস রিপোর্টারভারতের অনুরোধে আইসিসির দু’দলের নির্ধারিত এফটিপিতে থাকা বাংলাদেশ নারী দলের ডিসেম্বরের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

ডিসেম্বরের মাঝামাঝি তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলতে ভারত যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রতি বিসিবিকে জানিয়েছে, বিশ্বকাপ জয়ী নারী দলের খেলোয়াড়দের দীর্ঘ বিরতি দিতে চাইছে তারা। বিশেষ করে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) আগে দলকে পর্যাপ্ত বিশ্রামে রাখতে চাইছে বলেই এখন সিরিজ আয়োজন সম্ভব নয়।

বিসিবির নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হ্যাঁ, তারা জানিয়েছে যে আলোচিত সিরিজটি আপাতত হচ্ছে না। তবে এটি বাতিল হয়নি শুধু স্থগিত হয়েছে। পরে নতুন সময় চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, স্থায়ীভাবে থেমে যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ সিরিজটি এফটিপির অংশ। ডব্লিউপিএলের আগে নিজেদের খেলোয়াড়দের বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত।

এই সিরিজের ওয়ানডে পর্ব দিয়েই দুই দলের নতুন আইসিসি নারী ওডিআই চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হওয়ার কথা ছিল। প্রাথমিক পরিকল্পনায় বাংলাদেশ দল ১৪ বা ১৫ ডিসেম্বর ভারত সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147064