জাতীয় ফুটবল দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

জাতীয় ফুটবল দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

২২ বছর পর তো একেবারে কম সময় নয়। ২০০৩ সালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে সবশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে আজ শেখ মোরসালিনের গোলে ফুরোল বাংলাদেশের দীর্ঘ ২২ বছরের অপেক্ষা।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। ১১ মিনিটে মোরসালিনের গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে ১-০ ব্যবধানে। রেফারির শেষ বাঁশি বাজতেই গ্যালারিতে ছড়িয়ে পড়ল আনন্দ। হামজা চৌধুরী লুটিয়ে পড়লেন মাটিতে। শমিত শোম জড়িয়ে ধরলেন কিউবা মিচেলকে।

ম্যাচ শেষ হতে না হতেই এল মোটা অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই থ্রিলটা (ভারতের বিপক্ষে জয়) আমি দায়িত্বে থেকে পাওয়ার ফলে নিজেও গর্বিত বোধ করছি। আজ বাংলাদেশের মানুষকে অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছি।’

এ বছরের মার্চে শিলংয়ে হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষেই। সেই ম্যাচে হামজা কাঁপিয়ে দিলেও ফিনিশারদের দুর্বলতায় বাংলাদেশ ম্যাচটা শেষ করেছিল গোলশূন্য ড্রয়ে। আট মাস পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এল সেই শুভক্ষণ। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার কাছে ২২ বছর পর ভারতকে হারানোর ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এটা আসলে কোনো ব্যাপার না। ২২ বছরে হয়নি। তবে আমরা হেরে গিয়েছিলাম। এটাই কথা।’

১-০ গোলের জয়টা অতটা সহজে আসেনি। চাপ সামলে বাংলাদেশের গোলপোস্টের সামনে ‘চীনের মহাপ্রাচীর’ বনে যান মিতুল মারমা। তবে মাঠের লড়াই ছাড়াও বাংলাদেশ-ভারত ম্যাচে উত্তেজনা দেখা গেছে। শোল্ডার চ্যালেঞ্জের পর থ্রো করতে যাওয়া বিক্রম প্রতাপকে বাধা দেন তপু বর্মণ। তাতে তাঁর দিকে তেড়ে আসেন নিখিল প্রভু ও ম্যাকারটন নিকসন।

জটলার মধ্যেই মোরসালিন ধাক্কা মেরে বসেন নিখিল। তাই তপু ও নিখিল দুজনেই দেখেন হলুদ কার্ড। বাংলাদেশ-ভারত ম্যাচে যে খেলোয়াড়দের শারীরিক শক্তি প্রদর্শন করতেও দেখা গেছে, সেটা অবশ্য স্বাভাবিক মনে করেন হাভিয়ের কাবরেরা। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ বলেন, ‘এমনটা মাঝেমধ্যে হয়ে থাকে। মাঝেমধ্যে শারীরিক শক্তি প্রদর্শন করতে দেখা যায়। ফুটবল এমনই।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147057