চাঁপাইনবাবগঞ্জে নামাজে ইমামতি করার প্রাক্কালে মারা গেলেন ইমাম

চাঁপাইনবাবগঞ্জে নামাজে ইমামতি করার প্রাক্কালে মারা গেলেন ইমাম

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নামাজে ইমামতি করার প্রাক্কালে এক ইমামের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুরগ্র্রামে এ ঘটনা ঘটে।

তিনি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের একজন শিক্ষক ও মেহেরপুর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ তাহের আলি (৫৫)। মুসল্লিরা জানান, আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে আছরের নামাজের ইমামতি করার প্রাক্কালে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে তিনি ওই গ্রামে মারা যাওয়া এক ব্যক্তিকে গোসল করানোর পর তার ওই ব্যক্তির নামাজে জানাজা পড়ানোর কথা ছিল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147052