বগুড়ার ধুনটে প্রতারক দম্পতির খপ্পরে অটোভ্যান খোয়ালেন চালক

বগুড়ার ধুনটে প্রতারক দম্পতির খপ্পরে অটোভ্যান খোয়ালেন চালক

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে অজ্ঞাত প্রতারক দম্পতির খপ্পরে পড়ে অটোভ্যান খোয়ালেন আব্দুল কাইয়ুম (১৫) নামে এক চালক। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ধুনট থানা মোড় এলাকা থেকে তার অটোভ্যানটি খোয়া গেছে। আব্দুল কাইয়ুম উপজেলার নিমগাছি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেন কিশোর আব্দুল কাইয়ুম। ৬ সদস্যর পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তি। সংসারের খরচ যোগানোর জন্য কাইয়ুম প্রায় দেড় মাস আগে একটি অটোভ্যান কেনেন।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে ধুনট শহরের দিকে রওনা হয়। পথিমধ্যে থানা মোড়ে পৌছলে অজ্ঞাত প্রতারক চক্রের সদস্যরা তার অটোভ্যানটি থামায়। এরপর ওই মোড়ের পাশে এক বাড়ি দেখিয়ে সেখান থেকে আত্মীয় স্বজন নিয়ে সোনাহাটা যাবে বলে কাইয়ুমের অটোভ্যানটি ভাড়া করে।

এসময় বিভিন্ন কথাবার্তার মাধ্যমে অটোচালককে আপন করে নেয় চক্রটি। তাদের কথায় বিশ্বাস করে কাইয়ুম প্রতারক চক্রের এক সদস্যর কাছে অটোভ্যানটি রেখে প্রতারক দম্পতির সঙ্গে ধুনট শহরে কেনাকাটা করার জন্য আসে।

এ সময় কেনাকাটা করার এক পর্যায়ে প্রতারক চক্রের সদস্যরা কাইয়মের চোখ ফাকি দিয়ে কৌশলে নিজেদের আত্মগোপন করে। প্রায় আধা ঘন্টার পর কাইয়ুম ওই মোড়ে ফিরে গিয়ে তার অটোভ্যানটি আর খুঁজে পায়নি।  এ ঘটনায় সে বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। তবে ওই অভিযোগ কোন আসামির নাম উল্লেখ নেই।

ধুনট থানার ডিউটি অফিসার এএসআই কুলসুমা খাতুন বলেন, এ ঘটনায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147040