রংপুর বিভাগে বেড়েছে ভোটার ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা

রংপুর বিভাগে বেড়েছে ভোটার ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা

সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগের আট জেলার সবগুলো সংসদীয় আসনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ভোটার কাঠামো ও নির্বাচন ব্যবস্থাপনায়। এবারের নির্বাচনে শুধু ভোটার সংখ্যা নয়, বাড়ানো হয়েছে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যাও। এছাড়া পূর্বের তুলনায় নারী ও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা বেড়ে নির্বাচনি পরিবেশকে আরও অন্তর্ভুক্তিমূলক করেছে।

রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে মোট ভোটার ছিল ১ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৪৫১ জন। নতুনভাবে ৭ লাখ ৭ হাজার ৩৫৮ জন ভোটার তালিকাভুক্ত হওয়ায় এবার মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লাখ ৬ হাজার ৮০৯ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬৯ লাখ ৮৫ হাজার ৭১২ জন এবং মহিলা ভোটার ৭০ লাখ ২০ হাজার ৯৬৫ জন। ভোটার সংখ্যার এই প্রবৃদ্ধি বিভাগজুড়ে নির্বাচনি প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করেছে।

তৃতীয় লিঙ্গের ভোটারও এবার আগের তুলনায় বেড়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে এ বিভাগের আট জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৯৮ জন। নতুন করে আরও ৩৪ জন অন্তর্ভুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। নির্বাচন কর্মকর্তারা মনে করছেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগের কারণে এবার তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ বেশি হয়েছে।

ভোট কেন্দ্রেও এসেছে পরিবর্তন। গত নির্বাচনে বিভাগজুড়ে কেন্দ্র ছিল ৪ হাজার ৬৬৮টি। এবার নতুন করে ৮৪টি কেন্দ্র যুক্ত হওয়ায় মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫২টিতে। কেন্দ্র বৃদ্ধির সাথে সাথে ভোটকক্ষের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

এবার রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে মোট ১ কোটি ৪০ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলাওয়ারি হিসেবে ভোটার সংখ্যা হলো, পঞ্চগড় ৮ লাখ ৭১ হাজার ৫২৫ জন, ঠাকুরগাঁও ১২ লাখ ১ হাজার ৪৭৩ জন, দিনাজপুর ২৬ লাখ ৪৬ হাজার ৯৮২ জন, নীলফামারী ১৫ লাখ ৭৩ হাজার ৩৬ জন, লালমনিরহাট ১১ লাখ ২৮ হাজার ৫৫০ জন, রংপুর ২৫ লাখ ৭৩ হাজার ৭৪ জন, কুড়িগ্রাম ১৮ লাখ ৭৬ হাজার ৫৫৫ জন এবং গাইবান্ধা জেলার ভোটার ২১ লাখ ৩৫ হাজার ৫৮৭ জন।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সব প্রস্তুতি গ্রহণ করছি। ভোটার সংখ্যা বাড়ায় কেন্দ্র ও ভোটকক্ষও সমন্বয় করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুসারেই সব কার্যক্রম পরিচালিত হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147039