কেনিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় ইরানের

কেনিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় ইরানের

করতোয়া স্পোর্টস: কেনিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় লাভ করেছে ইরান। মঙ্গলবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান নারী কাবাডি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে ৪২-১০ পয়েন্টে হারিয়েছে ইরান। প্রথম আসরের রানার্সআপরা আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিল।

সোমবার ইরান নিজেদের প্রথম ম্যাচে ৫৫-১১ পয়েন্টে পোল্যান্ডকে হারিয়েছিল। নারী বিশ্বকাপে আফ্রিকান প্রতিনিধি কেনিয়ার এটি টানা দ্বিতীয় হার।

সোমবার চাইনিজ তাইপের কাছে ৩৮-১৬ পয়েন্টে হেরে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল দেশটির।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইরান, কার্যত প্রথমার্ধেই তারা ম্যাচের ভাগ্য লিখে নেয়। বিরতির সময় দেশটি ১৮-৫ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ইরানের দাপট আরও বাড়ে—এ সময় তারা স্কোরবোর্ডে আরও ২৪ পয়েন্ট যোগ করলে স্কোর দাঁড়ায় ৪২-এ। অন্যদিকে, কেনিয়া প্রথমার্ধের মত পরের অর্ধেও ৫ পয়েন্ট যোগ করতে সক্ষম হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147034