ভোলায় ৫০ কেজি ওজনের বিরল এক কচ্ছপ উদ্ধার
ভোলায় বিরল প্রজাতির প্রায় ৫০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো.মনিরুজ্জামান।
এর আগে,গতকাল রাতে ভোলা সদর উপজেলাধীন ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদী তীরবর্তী এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগ।
মো. মনিরুজ্জামান বলেন, প্রায় ৫০ কেজি ওজনের কচ্ছপটি অলিভ সীডলী সি টার্টল সামুদ্রিক প্রজাতির। এটির বয়স আনুমানিক ৬০-৬৫ বছর হবে বলে আমরা ধারণা করছি। গতকাল জেলেদের মাছ ধরার জালে আটকা পড়ে। পরবর্তীতে খবর পেয়ে বস্তাবন্দি অবস্থায় আমরা কচ্ছপটি উদ্ধার করি নিয়ে আসি। বর্তমানে আমাদের হেফাজতে চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে হয়তো আগামীকাল বঙ্গোপসাগর মোহনায় ভোলার ঢালচর চ্যানেলে অবমুক্ত করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147028