বগুড়ায় আন্তঃ কলেজ ফুটবলের উদ্বোধনী খেলায় আ. হক কলেজের জয়

বগুড়ায় আন্তঃ কলেজ ফুটবলের উদ্বোধনী খেলায় আ. হক কলেজের জয়

স্পোর্টস রিপোর্টার : তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বগুড়ায় আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সরকারি আজিজুল হক কলেজ জয় পেয়েছে। তারা একমাত্র গোলে আদর্শ কলেজকে হারিয়েছে।  বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় জয়সূচক গোলটি করেন সরকারি আজিজুল হক কলেজের জুনায়েদ।

এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: মাসুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আতোয়ার রহমান।

বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মাহফুজুল হক, মমিনুর রশিদ শাহিন, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল প্রমুখ। টুর্নামেন্টে ১৪ টি কলেজ অংশগ্রহণ করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147027