কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ৪৬ কেজি গাঁজাসহ আটক ২

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ৪৬ কেজি গাঁজাসহ আটক ২

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ৪৬ কেজি গাঁজা জব্দ করেছে। এ সময় গাঁজা পরিবহণে একটি মোটরসাইলসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) আসামিদেরকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজিবি জানায় গতকাল সোমবার রাতে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে অনন্তপুর সীমান্ত দিয়ে একদল চোর ভারতীয় বিপুল পরিমাণ গাঁজা পাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন খবরের ভিত্তিতে অনন্তপুর বিওপি’র ক্যাম্পের  টহলরত বিজিবি সদস্যরা ওৎ পেতে থাকে।

এমন সময় কতিপয় কয়েকজন চোরাকারবারি গাঁজার বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসার পথে বিজিবি  তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা গাঁজার পটলা ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকে যায়। পরে বস্তা খুলে ভারতীয় গাঁজা ৪১ কেজি ৫০০ গ্রাম উদ্ধার করেন যার মূল্য ১ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা।

অপর দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা নিয়ে মোটর সাইকেলযোগে দুই যুবক লালমনিরহাট যাওয়ার পথে ধরলা ব্রিজের চেকপোস্টের ফাড়ি পুলিশের কাছে আটক হয়। আটককৃতরা হলো- ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর ঝাউকুটি এলাকার আবুল কালামের ছেলে খলিল মিয়া(২৭) ও আবু তালের ছেলে আজিজার রহমান (৪৬)।

এ সময় হিরো হোন্ডা ১২৫ সিসি একটি মোটরসাইকেল আটক করা হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরকত আলী সরকার জানান, আটককৃত যুবকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) আসামিদেরকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147024