জার্মানিকে উড়িয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

জার্মানিকে উড়িয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্কঃ  নারী কাবাডি বিশ্বকাপের টানা দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে হারানোর পর মঙ্গলবার (১৮ নভেম্বর) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে পরাজিত করেছে লাল-সবুজের মেয়েরা।

ম্যাচের শুরুতেই বোনাস পয়েন্ট নিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। মাত্র পাঁচ মিনিটেই প্রথমবারের মতো জার্মানিকে অল আউট করে শক্ত অবস্থান তৈরি করে নেয় স্বাগতিকরা। এরপর পুরো প্রথমার্ধজুড়ে আধিপত্য ধরে রেখে ১২তম মিনিটে দ্বিতীয়বার অল আউট করে বাংলাদেশ। প্রথমার্ধে ১৯ পয়েন্টের লিড নিয়ে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও বাংলাদেশের গতি থামাতে পারেনি জার্মান খেলোয়াড়েরা। এ অর্ধেও দুইবার অল আউট করে স্বাগতিকরা। শ্রাবণী ও বৃষ্টিদের ধারাবাহিক পারফরম্যান্সে আরেকটি বড় জয় নিশ্চিত হয়।

এখন সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। বুধবার (১৯ নভেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে শিরোপাধারী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

দলের অধিনায়ক রূপালি আক্তার বলেন,'জার্মানরা চেষ্টা করেছে, কিন্তু আমাদের লক্ষ্য ছিল জিতে ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়ানো আমরা তা করতে পেরেছি। ভারত খুব শক্তিশালী দল, তবে টানা দুই জয় আমাদের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা ভালো খেলার চেষ্টা করব।'

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147017