ভাগ্যশ্রীর তেলুগু ক্যারিয়ারে নতুন অধ্যায়
বিনোদন দুইটি ধারাবাহিক ব্যর্থতার পর, ‘মিস্টার বচ্চন’ ও ‘কিংডম’-এর পর্দা ছুঁড়ে, তেলুগু চলচ্চিত্র জগতে নতুন সম্ভাবনার দিকে এগোচ্ছেন ঊত্তরোত্তর চমকপ্রদ অভিনেত্রী ভাগ্যশ্রী বোর্সে। যদিও শুরুর সময় কিছু ঘূর্ণি এলেও, ১৪ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ‘কান্তা’-তে দুলকার সালমানের সঙ্গে শেয়ার করা পর্দায় তার সৌন্দর্য, ভিজ্যুয়াল উপস্থিতি এবং অভিনয় দক্ষতা সমালোচকদের মন জয় করেছে। সিনেমাটি বক্স অফিসে বড় ধাক্কা না দিলেও ভাগ্যশ্রীর পারফরম্যান্স বিশেষভাবে চোখে পড়েছে।
এবার সব দৃষ্টি তাঁর নতুন ছবির দিকে-‘আন্ধ্রা কিং তালুকা’, যেখানে রাম পথমিনীকে সঙ্গে নিয়ে তিনি হাজির হচ্ছেন। ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই উচ্চ-শক্তির ছবি দর্শক এবং সমালোচকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। ইন্ডাস্ট্রির চোখ এখানে থাকায়, এটি ভাগ্যশ্রীর জন্য তেলুগু চলচ্চিত্রে নিজের অবস্থান মজবুত করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
যদি এই ছবি সফল হয়, ভাগ্যশ্রী তার প্রাথমিক প্রতিশ্রুতিকে স্থায়ী তারকাখ্যাতিতে পরিণত করতে সক্ষম হবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147002