সাবেক এমপি ও বিএনপি নেতা মতিউর রহমানের মৃত্যু

সাবেক এমপি ও বিএনপি নেতা মতিউর রহমানের মৃত্যু

বরগুনা-৩ আসনের দুইবারের সাবেক এমপি, বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য মতিউর রহমান তালুকদার মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃতকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান শাহীন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সবশেষ সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছিলেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146990