টঙ্গীতে বস্তার গুদামে আগুন
মফস্বল ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে চটের বস্তার গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে টঙ্গী বাজারের (গরুহাটা) এলাকায় বস্তা পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে কয়েকটি গোডাউনের মালামাল। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146977